এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: যেকোনো সমস্যায় পড়লে আমাকে ফোন করুন, যত দ্রুত সম্ভব সশরীরে উপস্থিত হয়ে তার সমাধানের চেষ্টা করব ৷’ প্রধানের চেয়ারে বসার পর বিভিন্ন এলাকায় গিয়ে এলাকাবাসীকে নিজের ফোন নম্বর প্রদান করে এমনটাই বার্তা দিচ্ছেন, উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের শাঁড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান ও তৃণমূল নেতা আবুল কালাম আজাদ ৷ তিনি বলেন, এলাকাবাসীকে আমার টেলিফোন নাম্বার প্রদান করছি কারণ যেকোনো সমস্যায় তারা যাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে ৷ এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় প্রধান জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা সেটাকে ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের সঠিক পরিষেবা দেওয়াই আমার লক্ষ্য। আর এলাকার উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করাটাই আমার মুখ্য বিষয়।’ বিধায়ক নারায়ণ গোস্বামী জেলা সভাধিপতি পদে শপথ নিয়ে বলেন রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগণাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তুলব, সেই কথা তুলে ধরে আবুল কালাম আজাদ বলেন, ‘তাঁর নীতি আদর্শকে পাথেয় করে শাঁড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতেকে জেলার মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার চেষ্টা করব ৷’ নবনির্বাচিত প্রধান আবুল কালাম আজাদ বর্তমানে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ তিনি সাংগঠনিক এবং প্রশাসনিক দুই দায়িত্ব একসঙ্গে সামলানো নিয়ে জানান, ‘আজ আমি সংগঠন করতে এসেই প্রশাসনের চেয়ারে বসেছি ৷ সংগঠনের সাথে প্রশাসনিক দায়িত্ব কিভাবে সামলাতে হয় তা আমি আমার নেতা নারায়ণ গোস্বামীর কাছ থেকে শিখেছি ৷ সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আমি বদ্ধপরিকর, পাশাপাশি যেভাবে কাজ করলে সকল মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাবে সর্বদা সেই চেষ্টা করব ৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct