আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: যাদবপুরের ঘটনার পর এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহপাঠীকে ব়্যাগিং করার অভিযোগ উঠল তিন ছাত্রের বিরুদ্ধে। ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে তিন ছাত্র অভিযুক্ত। বিশ্বভারতী কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে ওই তিন ছাত্রের বিরুদ্ধে। গতকাল রাত্রেই তিন ছাত্রকে পূর্বপল্লী গেস্ট হাউসে রাখা হয়েছিল। আজ অর্থাৎ মঙ্গলবার ছাত্রের অভিভাবক দের ডেকে পাঠানো হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ নিরাপত্তা কর্মীরা হোস্টেলে পৌঁছে যান। বিশ্বভারতী সেন্ট্রাল অফিসের কক্ষে অভিযুক্ত ছাত্রদের জিনিসপত্র হোস্টেল থেকে নিয়ে আসা হয়। জানা যায় তিন ছাত্রদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি।পূর্বপল্লীর গেস্ট হাউস থেকে তিন অভিযুক্তকে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেন্ট্রাল অফিসে নিয়ে যায় পূর্ণ তদন্তের জন্য। ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct