আপনজন ডেস্ক: ভয়াবহ দাবানলে বিধ্বস্ত গ্রিসের উত্তরপূর্বাঞ্চলের একটি জঙ্গল থেকে অন্তত ১৮ মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতরা অভিবাসন প্রত্যাশী। মঙ্গলবার দেশটির ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল দাদিয়ার জাতীয় উদ্যানের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। ঐ স্থানটি অভিবাসী ও শরণার্থীদের প্রবেশের স্থান বলে বিবেচিত। গরম, শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে গ্রিসজুড়ে সম্প্রতি কয়েক ডজন দাবানল ছড়িয়ে পড়েছে। এ দাবানল উত্তর-পূর্ব বন্দর শহর আলেকজান্দ্রোপলিস পর্যন্ত প্রবেশ করেছে। আলেকজান্দ্রোপলিসের কাছে দুটি গ্রামে একটি স্কুল, বেশ কয়েকটি বাড়ি ও একটি কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে চারটি উড়োজাহাজ ও তিনটি হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দুই শতাধিক দমকলকর্মী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কাভালা অঞ্চলে আরেকটি দাবানলে আরো কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এথেন্সের কাছে অ্যাসপ্রোপিরগোস এলাকায় একটি নতুন দাবানলের সূত্রপাত হয়েছে। ফলে সেখানে উদ্ধার অভিযানের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। গ্রিসের দমকল বিভাগ জানিয়েছে, দাদিয়ার ন্যাশনাল পার্কের কাছে ১৮ ব্যক্তির লাশ পাওয়া গেছে। তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত এই এলাকা দিয়ে প্রায়ই অভিবাসী ও উদ্বাস্তুরা গ্রিসে প্রবেশ করে। মৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct