আজিম শেখ, বীরভূম, আপনজন: প্রায় এক দশক আগে, দিল্লির আইআইটির পাঠ চুকিয়ে যেদিন পাকাপাকি ভাবে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছেন, সেদিন আই আই টি ক্যাম্পাসে বন্ধুরা তাকে জিজ্ঞেস করেছিল আবার কবে দিল্লি আসবি? সেদিন সেই যুবক উত্তর দিয়েছিলেন একেবারে এমপি হয়ে সংসদের শপথ নিতে আবার দিল্লি আসব, তার আগে নয়। সেদিন তাঁর কথা শুনে তাঁর সহপাঠী বন্ধু বান্ধবীদের অনেকেই মুচকি হেসেছিলেন। কিন্তু ওই যুবকটি তার লক্ষ্যে অবিচল ছিলেন। সোমবার ঠিক বেলা ১১টায় রাজ্যসভার চেয়ারম্যান দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর নতুন সাংসদের শপথ শুরু করান। মাত্র ৩৫ বছর বয়সেই রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়ে তার দৃঢ় ইচ্ছার বৃত্ত পূর্ণ করে রেকর্ড করলেন। এই যুবক হলেন অধ্যাপক সামিরুল ইসলাম। আজ থেকে যার পরিচিতি এমপি বা সাংসদ সামিরুল ইসলাম। একেবারে শৈশব থেকেই লড়াইকে জীবনের মূল মন্ত্র করেছিলেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে গিয়ে সমাজের নিপীড়িত পিছিয়ে পড়া মানুষের দুঃখ যন্ত্রণা, সামিরুল হৃদয় থেকে অনুভব করেছিলেন। তাই কলেজ জীবন থেকেই সমাজের এই শোষিত মানুষকে কি করে মুক্তির পথ দেখানো যায় অনুভব করেছিলেন। এতদিন বাইরে থেকে লড়াই করেছেন, এবার ভারতীয় গণতন্ত্রের অঙ্গনে রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদের উচ্চ কক্ষে তাদের কথা তুলে ধরতে হবে। সামিরুলের প্রথম স্বপ্নপূরণ হল। এবার নতুন পরীক্ষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct