সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গত বছর বগটুই মোড়ে বোমার আঘাতে আততায়ীর হাতে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান বগটুই গ্রামের বাসিন্দা ভাদু সেখ। সেই ঘটনার জেরে ঐ রাতেই জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয় শিশু সহ দশজনকে।দুই গোষ্ঠীর বিবদমান সংঘর্ষে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে।উক্ত ঘটনার জেরে এখনো অনেকে জেলবন্দী। ইতিমধ্যে আজ ফের বকটুই গ্রামে বোমা উদ্ধার ঘিরে নতুনভাবে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাটি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের বকটুই গ্রামে লালন শেখের বাড়ির সামনে বাগানবাড়ির মধ্যে মাটির নিচে পাওয়া যায় বোমা। গতকাল জমি মাপতে গিয়ে দেখতে পায় মাটির নিচে গাদা রয়েছে বোমা।খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে রামপুরহাট থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলটিকে ঘিরে রাখেন। এবং বোম স্কোয়ার্ডকে খবর দেয়া হয়। বোম ষ্কোয়ার্ডের টিম এসে লালন শেখের বাড়ির পাশে বাগানের মাটি খুঁড়ে উদ্ধার করে ২৫ টি বোমা। এগুলি উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ফাঁকা মাঠের মধ্যে নিষ্ক্রিয় করা হয়। উল্লেখ্য সিবিআই হেফাজতে থাকাকালীন রহস্যজনক ভাবে লালন শেখের মৃত্যু হয়।তার বাড়িটি দীর্ঘদিন ধরে বন্ধ করা রয়েছে। মাটির নিচে বোমা গুলো কে বা কারা এবং কি উদ্দেশ্যে রেখেছে ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। এলাকায় যেন নতুনভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেবিষয়ে জেলা পুলিশের তৎপরতা লক্ষনীয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct