আপনজন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলে চলতি বছরে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং প্রায় ৩০ জন ইসরাইলি নিহত হয়েছে। সহিংসতার এই মাত্রা গত বছরের পুরো মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত টর ওয়েনেসল্যান্ড বলেছেন, সহিংসতার মাত্রা গত বছরের পুরোটা সময়ে যে পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে সে সংখ্যাকে ছাড়িয়ে গেছে এবং ২০০৫ সালের পর চলতি বছর সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বিবৃতিতে টর ওয়েনেসল্যান্ড এসব তথ্য দেন। ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান হতাশা এবং একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের দিকে অগ্রগতির অভাব ক্রমবর্ধমান সহিংসতায় আরও ইন্ধন দিচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সহিংসতায় ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনায় ইসরায়েলি বাহিনীর সদস্যদের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। টর ওয়েনেসল্যান্ড বলেন, তিনি বিবৃতি দেওয়ার কিছুক্ষণ আগেও পশ্চিমতীরে এক ইসরায়েলি সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা পরিষদে তিনি বলেন, রাজনৈতিক সমাধানে অগ্রগতির অভাব সংঘাতকে আরও বাড়িয়ে দিচ্ছে। অবৈধ ইসরাইলি বসতি বাড়তে থাকা, ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে হামলা, ফিলিস্তিনি প্রশাসন ও পুলিশের নিয়ন্ত্রণে থাকা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান এবং ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণের কথাও উল্লেখ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct