সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ২৪ ঘন্টারও বেশি সময় ধরে নির্জলা হাসপাতাল। সামান্য পানীয় জলটুকু সংগ্রহ করতেও ভর্তি থাকা রোগী থেকে রোগীর পরিজনদের ছুটতে হচ্ছে আশপাশের গ্রামে। বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের আমঝুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই অবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিকাঠামো। বাঁকুড়ার আমঝুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আউটডোর ছাড়াও রয়েছে ইনডোর চিকিৎসা পরিসেবা। ৩০ টি বেড বিশিষ্ঠ এই হাসপাতালের ইনডোরে প্রায় প্রতিদিনই ভর্তি থাকেন ১২ থেকে ১৫ জন রোগী। হাসপাতালের পানীয় জল থেকে শৌচালয়ে জল সরবরাহের জন্য রয়েছে একটি সাবমার্সিবল পাম্প। রবিবার সন্ধ্যায় ওই পাম্প আচমকাই বিকল হয়ে পড়ায় নির্জলা হয়ে পড়ে হাসপাতালটি। আউটডোর চিকিৎসা পরিসেবায় তেমন প্রভাব না পড়লেও ইনডোর পরিসেবা কার্যত লাটে ওঠে জলের অভাবে। ভর্তি থাকা রোগীদের সামান্য পানীয় জলটুকু সংগ্রহ করতেও ছুটে যেতে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামে। ঘটনার কথা স্থানীয় হীড়বাঁধ ব্লক প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত পাম্প মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়ায় হাসপাতালের হাল ফেরেনি। ফলে রোগী দুর্ভোগ রয়ে গেছে সেই তিমিরেই। স্বাস্থ্য দফতরের দাবী বিকল পাম্প মেরামতির কাজ শুরু হয়েছে। পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে পানীয় জলের ট্যাঙ্ক হাদপাতালে পাঠিয়ে জলের চাহিদা মেটানোর চেষ্টা চালানো হচ্ছে। ওই হাসপাতালের পাম্প মেরামত করে জল সরবরাহ কখন স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীদের পরিজনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct