আপনজন ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার দুর্গাপুজো সমন্বয় কমিটির বৈঠকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফের কাঠগড়ায় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার গুরুতর অভিযোগ, বেছে বেছে তাঁদর পরিবারকেই ‘টার্গেট’ করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এব্যাপারে সদ্য বিদেশ থেকে ফেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে ধরেন। অভিষেকের প্রতি ইডির তল্লাশি নিয়ে মমতা বলেন, প্রতিদিন আমার পরিবারকে টার্গেট করা হচ্ছে। এমনকি গতকালও তারা সারা রাত ধরে একই কাজ করেছে। আমি আইনজীবীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ছেলেটা পরশু ফিরেছে ও কোনও তথ্য ছাড়াই ৪-৫ স্থানে চলে গেছে। মমতা বলেন, আমি যদি কারো বাড়িতে পুলিশ পাঠাই, তাহলে অবশ্যই ওয়ারেন্ট থাকতে হবে। যদি অভিযান হয় তবে পরিবারের অন্যান্য ব্যক্তিদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। কিন্তু ইডি যখন কোথাও অভিযান চালাতে যাচ্ছে, তখন তারা তালা ভাঙছে এবং মালিকদের অবহিত করছে না। কর্মীদের বের করে দিচ্ছে। কোনও প্রত্যক্ষদর্শী থাকছে না। এটি নিরাপত্তা সমস্যা সৃষ্টি করবে। কে গ্যারান্টি দেবে ওরা নিজেরাই বিস্ফোরক, বন্দুক বা কোটি টাকা রেখে দেবে না?’ মমতা আরও বলেন, কে কাকে বিয়ে করবে, কার জন্ম কোথায়, কার ক’টা বাচ্চা—সব ওদের জানতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct