আপনজন ডেস্ক: বাংলা প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি ওঠে। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় জুড়ে বসছে সিসিটিভি ক্যামেরা। ইউজিসি বিধি মানতে ও বিশ্ববিদ্যালয় চত্বরে অবাঞ্ছনীয় ঘটনা রুখতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার সিসিটিভি কোথায় কোথায় লাগানো হবে তা জানিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। আগেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আগেই জানিয়েছিলেন, সিসিটিভি ক্যামেরা বসানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। এবার তার অবস্থান নির্দিষ্ট করে দিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেট, প্রতিটি হস্টেলে প্রবেশ পথের মুখে, সব বিভাগের প্রত্যেক ভবনের ‘এন্ট্রি পয়েন্টে’ সিসিটিভি ক্যামেরা থাকবে। তা ছাড়া করিডোরে সিসি ক্যামেরা রাখা নিয়ে আলোচনা করা হচ্ছে। অনদিকে, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এ বার প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা হস্টেলে রাখা হবে। এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘নিউ বয়েজ় হস্টেল’-এ রয়েছেন প্রথম বর্ষের আবাসিকরা। তাদের সেখানেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct