আপনজন ডেস্ক: কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ৬ সেপ্টেম্বর তিনটি ইউরোপীয় দেশ সফর শুরু করবেন এবং ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে বক্তব রাখবেন। এছাড়া প্রবাসী ভারতীয়দের সাথে মতবিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। প্রসঙ্গত, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে জি-২০ সম্মেলনের সময়ে রাহুল গান্ধির এই সফর। কংগ্রেসের একটি সূত্র সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে, রাহুল গান্ধি ৬ সেপ্টেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছাবেন এবং ৭ ও ৮ সেপ্টেম্বর তিনি ইউরোপীয় সংসদে যাবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। ফ্রান্স, বেলজিয়ামের ব্রাসেলস ও নরওয়ের অসলো সফরে যাচ্ছেন রাহুল গান্ধি। ৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় প্যারিসে পৌঁছবেন রাহুল গান্ধী এবং বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কংগ্রেস নেতা একই দিনে একটি নৈশভোজ অনুষ্ঠানেও যোগ দেবেন। সূত্রের খবর, রাহুল গান্ধি ৯ সেপ্টেম্বর প্রাতঃরাশে অংশ নেবেন। এরপর ফ্রান্সের পার্লামেন্টের ভিতরে বা বাইরে ফ্রান্সের সাংসদ, বন্ধুদের সঙ্গে বৈঠক করবেন। সূত্রটি জানিয়েছে, ফ্রান্সের লেবার ইউনিয়নের সঙ্গে বৈঠকের আগে বিকেলে এশিয়ার দেশগুলোর মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন তিনি। ফ্রান্সে ব্যস্ত সময়সূচি ছাড়াও রাহুল গান্ধি প্যারিসে ৩০০ থেকে ৪০০ প্রবাসী ভারতীয়দের সাথে একটি বৈঠকে যোগ দেবেন এবং পরের দিন তিনি ১০ সেপ্টেম্বর অসলোর উদ্দেশ্যে রওনা দেবেন।কঙগ্রেস সূত্র জানিয়েছে, অসলোতে রাহুল গান্ধির দু’দিনের কর্মসূচি প্রস্তুত করা হচ্ছে এবং শিগগিরই তা জানানো হবে।২০১৯ সালের ৪ আগস্ট সুপ্রিম কোর্ট কর্তৃক মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে লোকসভায় তাঁর সদস্যপদ পুনর্বহাল ের পরে এটি রাহুল গান্ধির প্রথম বিদেশ সফর।এ বছরের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রে ছয় দিনের সফরে গিয়েছিলেন, যেখানে তিনি প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন এবং সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক শহরে অন্যান্য স্থানে ছিলেন।চলতি বছরের মার্চে তিনি যুক্তরাজ্য সফর করেন এবং বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন।মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তাঁর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি।রাহুল গান্ধী বর্তমানে লেহ এবং লাদাখ অঞ্চলে আট দিনের সফরে রয়েছেন এবং বেশ কয়েকজনের সাথে দেখা করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct