নিজস্ব প্রতিবেদক, বাদুড়িয়া, আপনজন: টাকি ও বাদুড়িয়া পুরসভায় নিয়োগ- দুর্নীতি নিয়ে সিবিআইয়ের পর ইডির চিঠি, তথ্য তলব।।নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পথে হাঁটলো কেন্দ্রের আরো এক তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতির বিষয়ে টাকি ও বাদুড়িয়া পুরসভার কাছ থেকে যে যে তথ্য ও নথি চেয়েছিল সিবিআই, এবার সেই একই তথ্য নথি চেয়ে টাকি ও বাদুড়িয়া পুরসভাকে নোটিশ দিল ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত নথি দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে টাকি পুরসভা কর্তৃপক্ষকে। এ বিষয়ে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় জানান, ইডির নোটিশের সাড়া দিয়ে পুরসভা কর্তৃপক্ষের তরফে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা হবে। টাকি পুরসভার এক্সিকিউটিভ অফিসার যাবতীয় তথ্য ও নথি যা টাকি পৌরসভার কাছে আছে তা ইডি কে তুলে দেবেন। সপ্তাহের মধ্যে পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে চলতি বছরের ৭,ই জুন সিবিআইয়ের পাচ সদস্য বসিরহাটের বাদুড়িয়া এবং টাকি পৌরসভায় সিবিআই তদন্ত করেছিল। এবার ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের চিঠি দিল টাকি ও বাদুড়িয়া পৌরসভা কে আগামী এক সপ্তাহের মধ্যে ২০১৭ সাল থেকে ২২ সাল পর্যন্ত গ্রুপ ডি নিয়োগ তথ্য সংক্রান্ত সমস্ত রিক্রুটমেন্ট এর নথি নিয়ে হাজিরার নির্দেশ সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে গত সি বি আই এর চার আধিকারিক টাকি পৌরসভায় এসে চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় হিসেব রক্ষক সহ বিভিন্ন দপ্তরে আধিকারিকদের জেরা করেছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র দেখেছেন পাশাপাশি ল্যাপটপ মোবাইল ফোন সহ একাধিক জিনিসপত্র সার্চ করেছেন।পাশাপাশি এবার টাকি পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে সল্টলেকের সিজিও কম্প্লেক্সে। পাশাপাশি একই নির্দেশ দেওয়া হয়েছে বাদুড়িয়ার পৌরসভা কে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct