আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: খুনের ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বেআইনি জুয়ার আসর চলাকালীন উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কৃষ্ণপদ মন্ডল (৫৫) বাড়ি হাঁসখালি থানার বগুলা হঠাৎপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে স্থানীয় এক নেতা পিন্টু বিশ্বাস ওরফে কার্তিক নামের এক বাড়ির ছাদে অবৈধভাবে জুয়ার আসর বসে। সেখানেই ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় কৃষ্ণ বিশ্বাস নামে ওই ব্যক্তি। মৃত ব্যক্তি পেশায় একজন ইমারতি (বিল্ডার্স) ব্যবসায়ী ছিলেন। ঘটনাটি জনাজানি হতে সোমবার সকালে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অর্থের বিনিময় পুলিশের মদতে এলাকার একাধিক জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে জুয়ার ঠেক মদের আসর চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়াও পিন্টু বিশ্বাস ওই এলাকার শাসকদলের নেতা তথা তৃণমূলের প্রাক্তন প্রধান ও বর্তমান অঞ্চল সভাপতি পলাশ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে খুনের অভিযোগ ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন বলে ও অভিযোগ স্থানীয়দের। এমনকি গ্রামবাসীদের বিস্ফোরক অভিযোগ খুন হয়ে যাওয়ার রক্ত লোপাটের জন্যই পুলিশ প্রশাসন নিজে জল দিয়ে মুছে দেয়ার চেষ্টা করেছে । মৃত ওই ইমারত ব্যবসায়ীয়ের কাছ থেকে টাকা আদায় করার লক্ষ্যে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা দেবাশীষ বিশ্বাস। স্বামীকে খুন করা হয়েছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে দাবি করেন মৃত কৃষ্ণপদ মন্ডলের স্ত্রী আরতি মন্ডল বলেন, আমার স্বামী ব্যবসা করে বিভিন্ন জায়গায় টাকা আদায় করতে যায়। ওখানে টাকা আদায় করতে গিয়ে ছিল তার মৃত্যুর খবর আসে যার আমার স্বামীকে খুন করছে এবং দোষীদের শাস্তির দাবিতে বগুলা নোনাগঞ্জ মোরে দীর্ঘক্ষন টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা।ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আন্দোলনকারীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। বেশ কয়েক ঘণ্টা রাস্তার অবরোধ করে পুলিশের আশাসে অবরোধ তুলে নেয় আন্দোলন কারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct