অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে দিন কয়েক আগে প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। ইতিমধ্যে বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে বুঝেও নিয়েছেন তাঁর দায়িত্ব। সোমবার নিজের কার্যালয়ে যোগদান করেই শুরু করে দিলেন নিজের কাজ। আগামি দিনে সাধারণ মানুষের পাশে থেকে, মানুষের ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবার বার্তাও দিলেন তিনি। জানা গিয়েছে, কুমারগঞ্জ ব্লকের ৪ নং রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন মিনতি দাস। জন্তিহার গ্রাম সংসদ থেকে এবারে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি জয়ী হয়েছেন। রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন ঘটানোর দায়ভার এখন তাঁর কাঁধে। তবে তাঁর ব্যক্তিগত জীবনের পথ চলা খুব একটা সহজ ছিল না। মিনতি দেবী এদিন জানান, আজ থেকে প্রায় ২৫ বছর আগে পরলোক গমন করেছেন তাঁর স্বামী। তাদের একমাত্র কন্যা সন্তান তখন মাত্র ছয় মাসের সদ্যোজাত। চিকিৎসা করানোর মত সামর্থ্য না থাকায় জন্ডিস রোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্বামী। তারপরেই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পরিবারের দায়ভার।অতি কষ্টে মানুষ করেছেন তাঁর কন্যা সন্তানকে। বর্তমানে বাড়িতে রয়েছে শ্বাশুড়ি ও দেওর। মেয়ের বিয়েও দিয়ে ছেন মালদা জেলার বুলবুলচন্ডী গ্রামে।অশ্রু নয়নে এদিন প্রধান মিনতি দাস বলেন, ‘জীবনটা ভীষন কষ্টের মধ্যে দিয়ে চলছে! বর্তমানে উপর ওয়ালা ও দলের তরফে বিশেষ সহযোগিতা পেয়েছি। অঞ্চল প্রেসিডেন্ট আনিসুর রহমান সরকার এর সার্বিক সহযোগিতা পেয়েছি। মেম্বার হিসেবে জন্তিহার গ্রাম সংসদ এর মানুষের আশীর্বাদে ভোটে নির্বাচিত হওয়ার পর বর্তমানে দলের তরফে গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ আমাকে দেয়া হয়েছে। এর জন্য দলীয় নেতৃত্ব ও কর্মিদের ধন্যবাদ জানাই।’অন্যদিকে, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আনিসুর রহমান জানান, ‘গত ১৮ আগস্ট প্রধান পদের চার্জ হ্যান্ডওভার হয় এবং নব নিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান তাঁর দায়িত্ব বুঝে নেন। আজ আনুষ্ঠানিকভাবে প্রধান এবং উপপ্রধান তাঁদের কার্য শুরু করলেন। ৪ নং রামকৃষ্ণপুর অঞ্চলে ২০১৩ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত উন্নয়নমূলক নানা কাজ করবার জন্য ধারাবাহিকভাবে আমরা ক্ষমতায় রয়েছি। উন্নয়নমূলক নানা কাজ আমরা করেছি, আরো কিছু কাজ বাকি রয়েছে। মানুষের উন্নয়নে সর্বদাই আমরা সেই সমস্ত কাজগুলো করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct