আপনজন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে সোমবার সন্দেহভাজন বন্দুক হামলায় এক ইসরায়েলি নারী নিহত এবং অন্য একজন আহত হয়েছেন বলে চিকিৎসক ও সেনাবাহিনী জানিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে পশ্চিম তীরের হুওয়ারা শহরে ইসরায়েলি বাবা-ছেলে নিহত হওয়ার দুই দিন পর এ ঘটনা ঘটল। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা এক বিবৃতিতে বলেছে, এক নারী বন্দুকের গুলিতে আঘাত পাওয়ার পর তার ‘মৃত্যু নিশ্চিত’ করা হয়েছে। একটি গাড়িতে ওই নারীর সঙ্গে ভ্রমণকারী এক লোক ‘গুরুতর অবস্থায়’ ছিল। সেনাবাহিনী ৪০ বছর বয়সী ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা গাড়ি চালানোর সময় গোলাগুলির কবলে পড়েছিলেন। এক বিবৃতিতে তারা বলেছে, ‘হেবরন শহর সংলগ্ন রুট ৬০-এ একটি ছুটে চলা গাড়ি থেকে অন্য গাড়িগুলোতে গুলি চালানো হয়েছিল।’ এ ঘটনায় সেনারা আক্রমণকারীদের তাড়া করে বলেও উল্লেখ করা হয়। স্থানীয় কর্মকর্তারা ও ইসরায়েলি গণমাধ্যম নিহতকে বাতশেভা নাগারি হিসেবে শনাক্ত করেছে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এবং তিন সন্তানের মা। পরিবারটি হেবরনের দক্ষিণে বেইট হাগাই বসতিতে বসবাস করে। একটি মেয়েশিশুও তার সঙ্গে ভ্রমণ করছিল। কিন্তু সে আহত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct