আপনজন ডেস্ক: শনিবার পড়ন্ত সন্ধ্যায় কলকাতার রঙ হয়ে গেলো লাল-হলুদ। ২০১৯ এর পর প্রথমবার, দীর্ঘ ৯ ম্যাচ পর শনিবার সন্ধ্যায় ডুরান্ড ডার্বির গ্রুপ লিগের ম্যাচে ইস্টবেঙ্গল নন্দ কুমারের ৬১ মিনিটে করা গোলে হারায় মোহনবাগানকে। যতদিন ডার্বি ততোদিন হারবি- মোহন সমর্থকদের এই স্লোগান শনিবারের বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কলকাতার সান্ধ্যকালীন বাজারে দাম বেশি হওয়া সত্ত্বেও ইলিশের বিক্রি বেড়ে যায়। গলদা চিংড়ি পড়ে থাকে অবহেলায়, ঔদাসিন্যে। ইএম বাইপাসে বৃষ্টির মধ্যে বাজি ফাটিয়ে, ভেপু বাজিয়ে উল্লাস প্রকাশ করে ইস্টবেঙ্গল জনতা। শনিবারের ম্যাচ ছিল দু’দলের দুই স্প্যানিশ কোচ কুয়াদ্রত আর হুয়ান ফেরান্দর লড়াই। শেষ হাসি হাসেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রত। ডিফেন্স অটুট রেখে বিপক্ষের গোলে হানা দেয়ার চেষ্টায় সফল হন তিনি। ফেরান্দর দল বেশি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যার্থ হয়। নন্দকুমারের দূরপাল্লার ড্রাইভ মোহনবাগানের জালে জড়িয়ে যেতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct