দেবাশীষ পাল, মালদা, আপনজন: গঙ্গা ভাঙন নিয়ে স্থায়ী কোন ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ। এদিন মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শতাধিক গ্রামবাসী তার সঙ্গে দেখা গিয়েছে অসংখ্য মহিলা বাদ যায়নি স্কুলের ছাত্র-ছাত্রীরা। প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ,একই কথা বলা হচ্ছে রাজ্য কেন্দ্রকে দায় করছে কেন্দ্র রাজ্যকে দায়ী করছে এই কোথায় বারবার তুলে ধরা হচ্ছে কিন্তু কোনভাবে স্থায় ব্যবস্থা করা হচ্ছে সাধারণ মানুষের জন্য। অভিযোগ বালি বস্তা দিয়ে নদী পাড় বাঁধা হলে বেশিদিন টিকে না বারবার ভেঙে চলেছে গঙ্গা পার। এই ভাঙন রোধ করতে কি ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে জানতে চেয়ে অবরোধকারীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখা থাকে।ভাঙন কবলিত গোপালপুরবাসীর পথ অবরোধ মিল্কির বুদিয়া মোড় এলাকায়।এই অবরোধে শামিল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী ও গঙ্গা ভাঙন একশন কমিটি। মানিকচকের গোপালপুরে ভাঙনে তলিয়ে গেছে ইতিমধ্যে বাঁধ। পুনর্বাসন,কলোনি সহ একাধিক দাবিতে পথ অবরোধ করে গোপালপুরবাসী।গঙ্গার ভাঙন যদি না করো রোধ, ছাড়ব না মোরা এই কলরব--সোমবার এমনটাই স্লোগান তুলে মালদার মিলকিতে জোরদার আন্দোলনে নামলেন গঙ্গা ভাঙন দুর্গত পরিবারের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে প্রথমে মিছিল করলেন মিলকিতে। মিছিলের পর দুর্গতরা মিলে অবরোধ করলেন মালদা-মানিকচক রাজ্য সড়ক। সরব হলেন ডোমহাট থেকে খাসকোল পর্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ, ভাঙন দুর্গতদের পুনর্বাসন সহ একাধিক দাবি জানায়। খবর ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ সহ ইংলিশ বাজার ব্লকের জয়েন্ট বিডিও। অবরোধকারীদেরকে আশ্বাস দেওয়া হলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct