নিজস্ব প্রতিনিধি, বিধাননগর, আপনজন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ড: রজত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্য মানবাধিকার কমিশনে সোমবার ডেকে পাঠানো হয়। সোমবার তাকে সল্টলেকে কমিশনের অফিসে তলব করা হলে তিনি সশরীরে হাজির হন। সোমবার সকালে রাজ্য মানবাধিকার কমিশনের দফতরে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ড: রজত রায়। তাকে বারোটার সময় কমিশনের অফিসে আসতে বলা হয়েছিল। রাজ্য মানবাধিকার কমিশনে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, মূলত ঘটনার দিন রাত্রে তিনি কি জেনে ছিলেন, এবং জানার পর তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন সে বিষয়েই তার কাছে জানতে চায় কমিশন। জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে রজত রায় জানান, তিনি যা বলার কমিশনকে জানিয়েছেন। এবার কমিশন সংবাদ মাধ্যমকে যা জানাবার জানাবেন। তিনি আলাদা করে কিছু সংবাদ মাধ্যমের সামনে বলবেন না বলে নিজের গাড়িতে উঠে বসেন। এদিন তার হাতে ছিল একটি হলুদ রঙের ফাইল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct