আপনজন ডেস্ক: আহমেদাবাদ ও কলকাতার পর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও (এইচসিএ) বিশ্বকাপে সূচি বদলের অনুরোধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বরাবর চিঠি দিয়েছিল। তাতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সূচিতে দ্বিতীয় দফা বদলের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু আজকের খবর, বিসিসিআই হায়দরাবাদের প্রস্তাবে সাড়া দেয়নি। শেষ মুহূর্তে এসে আরও একবার সূচি বদল সম্ভব নয় বলে জানিয়েছে বিসিসিআই।হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসক কমিটির সদস্য দুর্গা প্রসাদ আজ ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেছিলাম। তারা আভাস দিয়েছে, এই মুহূর্তে সূচি বদল করা সম্ভব নয়। তাই আমরাও বিসিসিআইকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ এ বছরের শুরুর দিকে সাবেক ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে সরিয়ে প্রশাসক কমিটি নিয়োগ দেন ভারতের সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে সেই কমিটি এখন সংস্থাটি চালাচ্ছে। বিশ্বকাপের সূচি আর বদলাবে না, খবরটি নিশ্চিত করে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আরেক সূত্র ক্রিকবাজকে বলেছে, ‘আমরা বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি এর মধ্যেই একটা বিবৃতি দিয়েছেন। আমাদের জানানো হয়েছে, শেষ মুহূর্তে এমন পরিবর্তন আনা কঠিন। যে সূচি আছে, আমরা সে অনুযায়ী খেলা আয়োজনের চেষ্টা করব। শহরের পুলিশ কমিশনারও আমাদের পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’ আগামী ৯ ও ১০ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের পরপর দুটি ম্যাচ হবে। ৯ অক্টোবর খেলবে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস, পরদিনই পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি ম্যাচই দিবারাত্রির। পরপর দুই দিনে দুটি ম্যাচ আয়োজনে পুলিশ কতটুকু নিরাপত্তা দিতে পারবে, এ নিয়ে উদ্বেগ ছিল হায়দরাবাদের। এর আগে নবরাত্রি উৎসবের কারণে ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলানোর প্রস্তাব করা হয়। কালীপূজার কারণে একই অনুরোধ করা হয় নভেম্বরে কলকাতার একটি ম্যাচ নিয়ে। ধর্মীয় উৎসব থাকায় এই দুই ম্যাচের সূচি বদল করা হয়। সেটি করতে গিয়ে মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct