নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রবিবার কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ সেমিনার। জীবনবাদী ফাউন্ডেশনের নারী মুক্তি মঞ্চের উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল গার্হস্থ্য হিংসা ও নারী নির্যাতন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও অধ্যাপিকা মীরাতুন নাহার। ডিআইজি সিআইডি সুখেন্দু হীরা, রুবিয়া মন্ডল গবেষক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, জীবনবাদী ফাউন্ডেশনের সম্পাদক সমাজকর্মী সত্যগোপাল দে। ভাইস প্রেসিডেন্ট তাপস কুমার দে (প্রধান শিক্ষক) এবং জীবনবাদী ফাউন্ডেশনের সভাপতি রীণা দাস সরকার (প্রাক্তন প্রধান শিক্ষিকা)। নির্যাতিতা নারী রেনু খাতুন এবং বনশ্রী হাজরা ও সোমা দে তাদের নির্যাতনের কাহিনী পেশ করেন। বক্তব্য রাখেন জীবনবাদী ফাউন্ডেশন এর নারী মুক্তি মঞ্চের পাপিয়া সাহা (সাইকোলজিক্যাল কাউন্সিলর) এবং শিক্ষিকা নীলিমা ঠাকুর। সভার শুরুতে শিক্ষিকা শ্রীপর্ণা গুপ্ত উদ্বোধন সংগীত পরিবেশন করেন। এছাড়াও সংগীত পরিবেশন করেন মনস্বিতা ঠাকুর ও ডালিয়া বিশ্বাস। তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন জীবন বাদী ফাউন্ডেশনের চেয়ারপার্সন বিশিষ্ট সাংবাদিক ও লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়। অনুষ্ঠান পরিচালনা করেন নারী মুক্তি মঞ্চের কনভেনর রীনা দাস সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct