সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের পশ্চিম দিকে গঙ্গার ধারের রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল হাজারদুয়ারি কর্তৃপক্ষ। যার জেরে হয়রানির শিকার হতে হচ্ছিল ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীরা দীর্ঘদিন হাজারদুয়ারি কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও হাজারদুয়ারি কর্তৃপক্ষ ব্যারিকেড তোলেনি। রবিবার ব্যবসায়ী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং স্থানীয় মানুষজন রাস্তায় লাগানো ব্যারিকেড তুলে দেয়। ব্যবসায়ীদের দাবি, ‘দীর্ঘদিন হাজারদুয়ারি কর্তৃপক্ষ তাদের দোকান এবং ব্যবসা তুলে দিতে চাইছে।’এই বিষয়ে ব্যবসায়ী যৌথ মঞ্চের সদস্য মনু সেখ বলেন, ‘হাজারদুয়ারী কর্তৃপক্ষ চাইছে গরীব মানুষগুলো যাতে এখানে নিজেদের রোজগার না করতে পারে। পাশাপাশি এই রাস্তা দিয়ে মহরমের সময় মানুষ যাতায়াত করে, হাজারদুয়ারীর পাশে অবস্থিত হলুদ মসজিদে নামাজের জন্য এই রাস্তা ব্যবহার করতো স্থানীয় মানুষজন কিন্তু এটা বন্ধ হওয়ায় নামাজের জন্য প্রায় এক কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হয় মানুষজনকে।’অন্যদিকে স্থানীয় মানুষজনের দাবি, ‘সিরাজদৌলা রোডে ভিড় থাকে এবং সেখানে দিয়ে যাতায়াত করার সময় ছাত্র-ছাত্রদের দুর্ঘটনা ঘটে তাই এই রাস্তা দিয়েই স্কুলের ছাত্র-ছাত্ররা যাওয়া আসা করে। কিন্তু এই রাস্তা বন্ধ হওয়ায় সিরাজদৌলা রোড দিয়ে যাতায়াতের সময় প্রতিনিয়ত ছাত্র-ছাত্রদের পথ দুর্ঘটনা ঘটছে।’রবিবার স্থানীয় মানুষজন এবং কেল্লা নিজামত এলাকার ব্যবসায়ীরা এসে হলুদ মসজিদ ও ইমামবাড়ার পাশে লাগানো দুটো ব্যারিকেড তুলে দেয়। রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।যদিও এ বিষয়ে হাজারদুয়ারি কর্তৃপক্ষের কাছ থেকে কোনরকম উত্তর পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct