মীর আনিসুল ইসলাম, কলকাতা, আপনজন: শিক্ষা সংস্থা ইজিএন ইন্ডিয়া বাই স্টাডি ইন লার্ন শনিবার নিউ টাউনের তাজ সিটি সেন্টারে শিক্ষকদের জন্য একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এদিনের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ জুড়ে দেড় শো জন প্রবীণ শিক্ষককে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবাদনের জন্য সম্মানিত করা হয়েয়। ইজিএন ইন্ডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে স্কুলের শিক্ষক, অধ্যক্ষ এবং পরিচালকরা তাদের আবেদনের জন্য স্বীকৃতি পাবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কিষান কুমার কেজরিওয়াল (চেয়ারম্যান এম সি কেজিওয়াল বিদ্যাপীঠ),ডঃ শান্তনু দত্ত ( কল্পনা চাওলা সেন্টার ফর স্পেস অ্যান্ড নানো বিজ্ঞান), মিস্টার সুরেস্ট সেটিয়া (পরিচালক এসআই টিআই নেটওয়ার্কস), অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় (ভাইস চ্যান্সেলর সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় কলকাতা)। কিষান কুমার কেজরিওয়াল শিক্ষকদের উদ্দেশ্যে জানান, তিনি একটি এডুকেশন প্লাটফর্মের মধ্যে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রদের এই শিক্ষার আঙিনায় আনতে চান। এই শিক্ষার আঙিনায় আসলে শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রদের শিক্ষাদানের ক্ষেত্রে বিপুল পরিমাণে প্রভাব ফেলবে পঠন-পাঠনের উপর। এ বিষয় তিনি এও বলেন, শুধু দক্ষিণ ভারত নয়, পশ্চিমবঙ্গে তিনি এর প্রসার বিস্তার করবেন। এতে অনেক শিক্ষার্থী শিক্ষাদানের ক্ষেত্রে লাভবান হবেন এবং পশ্চিমবঙ্গকে কিছু মডেল শিক্ষার্থী উপহার দিতে চান বলে জানান কিষান কুমার কেজরিওয়াল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct