মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: অমৃত ভারত স্টেশনের ফলকে ভালোবাসার প্রতিক চিহ্ন। যা দেখে অবাক ট্রেন যাত্রীরা। উল্লেখ্য কেন্দ্র সরকারের ৫০৮ টি অমৃত ভারত স্টেশনের তালিকাতে স্থান পাই বর্ধমান রেল স্টেশন। এই স্টেশনের হাল হকিকত পরিবর্তন করতে ৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেল সূত্রের খবর।গত ৬ই আগষ্ট দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন বর্ধমান রেল স্টেশনে মোদীর অমৃত ভারত স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার কেন্দ্রের সংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া, সহ পূর্ব রেলের ডি আর এম সহ অন্যান্যরা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজের তালিকা প্রকাশের জন্য একটি ফলক বসানো হয় বর্ধমান রেল স্টেশনে। তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে কাজের তালিকা প্রকাশের সেই সময় ফলক টিতে দেখাগেলো কাজের তালিকার পরিবর্তে লাভ চিহ্নের মধ্যে লেখা আছে এ প্লাস বি সহ একাধিক নাম। যা দেখে লজ্জিত হচ্ছেন সকলেই ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct