নিজস্ব প্রতিবেদক, বাগদা, আপনজন: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মন্ডবঘটা গ্রামের বাসিন্দা ডাক্তার বছর ২৮ শের অরিন্দম বালা বছর দুয়েক আগে নীলগঞ্জের বছর ২৫ শের রত্নতমা দে এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অরিন্দম কলকাতা পি জি হসপিটালে এম ডি করছেন । বিয়ের পর থেকেই তাদের সাংসারিক বনিবনা ছিল না । প্রায়ই দুজনের মধ্যে ঝামেলা হতো । দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে থাকত না রত্নতমা । গতকাল রাতে অরিন্দম বালা তার স্ত্রী রত্নতমাকে নিয়ে বাড়িতে আসেন । অরিন্দমের ভাই ও বাবাকে খেতে বলে তারা দোতলায় চলে যান । পরবর্তীতে আজ সকালে অরিন্দম দোতলা থেকে নেমে বাবা এবং ভাইয়ের কাছে জানায় সে তার স্ত্রীকে মেরে ফেলেছে । পরবর্তীতে বাগদা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অরিন্দম । ঘটনাস্থলে আসে বাগদা থানার ওসি এবং পুলিশ কর্মীরা । মৃতদেহ উদ্ধার করে খুনের মামলার রুজু করে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ । তদন্তে গিয়ে খাটের উপরে রক্তের দাগ দেখতে পায় পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান অরিন্দম স্ত্রী রত্নতমাকে কুপিয়ে খুন করেছে । যে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে সেটি খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির অন্যান্য সদস্যদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct