নিজস্ব প্রতিবেদক, হিঙ্গলগঞ্জ, আপনজন: কন্যাশ্রী-রূপশ্রী ও ট্যাব পাইয়ে দেওয়ার নাম করে ছাত্র-ছাত্রদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ স্কুলের ক্লার্ক এর বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ স্কুল গেটে ছাত্র ছাত্রদের।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ হাই স্কুলের ঘটনা। স্কুলের ক্লার্ক ভবেশ মন্ডল পাশাপাশি স্কুলের কম্পিউটার প্রশিক্ষক রামকৃষ্ণ মন্ডল দ্বাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রর কাছ থেকে রুপশ্রী, কন্যাশ্রী, ট্যাব পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছুদিন ধরে প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রছাত্রর কাছ থেকে ৫০০ টাকা থেকে শুরু করে প্রায় দুই হাজার টাকা করে প্রত্যেকের কাছে থেকে নেন বলে অভিযোগ। এই খবর জানাজানি হতেই ছাত্র-ছাত্র অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন ।স্কুলের ক্লার্ক ভবেশ মন্ডল সেই টাকা ফেরত দিতে গেলে সেই ছবি ভাইরাল হয়ে যায়। । যেখানে সরকারি প্রকল্প সবার জন্য যেখানে কোন অর্থ লাগে না তারপরেও কি করে ক্লার্ক, স্কুলের কম্পিউটার প্রশিক্ষক এই টাকা তুলে আত্মসাৎ করলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। ভবেশ মণ্ডল ছাত্র-ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে। ছাত্র-ছাত্রদের দাবি, পরিকল্পনা করে স্কুলের ক্লার্ক ও কম্পিউটার প্রশিক্ষক বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে। ইতিমধ্যে ছাত্র-ছাত্ররা লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে। এই বিষয়ে স্কুলের ক্লার্ক ভবেশ মন্ডল ও কম্পিউটার প্রশিক্ষক রামকৃষ্ণ মন্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধান শিক্ষক এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেনl এই খবর পেয়ে ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে ছাত্র-ছাত্ররা। তাদের দাবি যেভাবে সরকারি প্রকল্প সুবিধা বিনামূল্যে ছাত্রছাত্ররা পাবে সেখানে কেন এই অর্থটা কেন তোলা হলো। তদন্ত শুরু করেছে যোগেশগঞ্জ হাই স্কুলের পরিচলন সমিতি ও স্কুল কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct