নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: হুগলির খানাকুলের নাবাবিয়া মিশনের গার্লস ক্যাম্পাসে ছাত্রদের নামাজ ঘর এবং নতুন পাঠাগারের শুভ উদ্বোধন হল শনিবার। এদিন নাবাবিয়া মিশনের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ফজলুর রহমানের ১৫ তম ওফাত দিবস ও স্মরণ সভা উপলক্ষে সারাদিনব্যাপী মিশনে ছিল নানান কর্মসূচি। বিকাল তিনটায় মিশনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টপার ছাত্র-ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিয়ে সংবর্ধিত করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি মিশন ক্যাম্পাস ঘুরে নাবাবিয়া মিশন কর্তৃপক্ষ এবং এই শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের সাফল্যের প্রশংসা করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে এই বাংলার গর্বের প্রতিষ্ঠান একদিন ভারতের গর্ব হয়ে দাঁড়াবে। তিনি ছাত্র-ছাত্রদের উদ্দেশ্যে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে, যাতায়াতের সুবিধার্থে কলকাতা থেকে যে সমস্ত সরকারি বাস রাজা রামমোহন রায়ের বসতবাড়ি পর্যন্ত আসে সেটা দ্রুত যাতে মিশন পর্যন্ত আসে তার জন্য সুব্যবস্থা করার আশ্বাস দেন। এদিন বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়েল রেজিস্ট্রার ড. সৈয়দ নুরুস সালাম, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট গবেষক ও প্রতীচী ট্রাস্টের আধিকারিক সাবির আহমেদ, সমাজসেবী আলহাজ্ব বেলাল, সাব ইন্সপেক্টর আরিফুল আনোয়ার, পুলিশ অফিসার তাপস বাবু, হুগলি জেলার সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, পতাকা শিল্পগোষ্ঠীর আধিকারিক মাননীয় শহিদুল ইসলাম খান, স্বপন নন্দী, সেখ সফিকুল আলম প্রমুখ। মিশনের সাধারণ সম্পাদক সেখ সাহিদ আকবার বলেন, নামাজ ঘর ও লাইব্রেরীর শুভ উদ্বোধন নামাজ সেজদার মধ্য দিয়ে হয়। এদিন অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে মিশনের শুভানুধ্যায়ী গ্রামবাসী প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি ছিলেন। ড. নূরুস সালাম বলেন ,এত অল্প বয়সে সাহিদ আকবর যে কাজ করেছেন ত্ প্রশংসনীয়। সাবির আহমেদ বলেন, দৃষ্টান্ত হিসেবে নামাজ ঘরে লাইব্রেরির বাংলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠুক। সাইদুল খান পতাকার বিভিন্ন কর্মকান্ড নিয়ে মোস্তাক সাহেবের প্রশংসা করেন। এদিন অনুষ্ঠানে নাবাবিয়া মিশন পরিচালিত কোরানিয়া মাদ্রাসার দুজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। পীর আল্লামা ওমর সিদ্দিকীর দোয়ায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct