আপনজন ডেস্ক: ইউরোপীয় দেশ সুইডেনে একের পর এক মুসলিমদের পবিত্র কুরআন শরীফ পোড়ানো হচ্ছে বার বার। আদালতের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় এই কাজ চলছে। তবে আদালত যেনো অনুমতি না দেন সে ব্যাপারে আইন পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার। তবে সুইডেনের সাধারণ মানুষ এই জঘন্য কাজের প্রতিবাদ করছে। তারা এর প্রতিবাদে রাস্তায় নেমেছে। অনেকে পবিত্র কুরআন পোড়ানোর কাজে সরাসরি বাধা দিচ্ছে। এদিকে কুরআন পোড়ানোর সময় বাধা দেওয়ায় পুলিশ এক নারীকে আটক করেছেন। সুইডেনের একজন সিরিয়াল কুরআন অবমাননাকারী এবার স্টকহোমস্থ ইরান দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দিয়েছে। এ সময় একজন নারী পবিত্র কুরআন অবমাননার কাজে বাধা দিতে গেলে সুইডিশ পুলিশ তাকে আটক করেছে। দেশটিতে আশ্রয় গ্রহণকারী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা গতকাল শুক্রবার পুলিশি পাহারায় পবিত্র কুরআনে আগুন ধরিয়ে দেয়। এ সময় সে ইসলাম, মুসলমান ও কুরআনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ দৃশ্য দেখতে সেখানে সাংবাদিকসহ বহু মানুষ সমবেত হয়। এ সময় একজন নারী কুরআন অবমাননার কাজে হস্তক্ষেপ করেন এবং আগুন নিভিয়ে কুরআনের জ্বলন্ত কপিটিকে উদ্ধার করার চেষ্টা চালান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct