আপনজন ডেস্ক: আমরা সবাই জানি এক কাপ চা পান করলে শরীর সক্রিয় হয়ে ওঠে ।তাই কাজের ফাঁকে আমরা চা পান করে থাকি। চা পান করতে করতে নানান রকমের গল্পে মেতে উঠি। এর মাঝে কেউ কেউ আবার চা পান করার সঙ্গে সঙ্গে জল পান করেন। গবেষকরা বলছেন, এই অভ্যাস আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দাঁতের ক্ষয়ের সমস্যা হতে পারে। ঠান্ডা ও গরম খাবার একসঙ্গে খেলে দাঁত শিরশির করে। এছাড়াও আরও যেসব সমস্যা হতে পারে। চা খাওয়ার পর জল খেলে বদহজম, লুজ মোশনের মতো সমস্যা হতে পারে। অ্যাসিডিটি এবং গ্যাসও হতে পারে। চা খাওয়ার পরপরই জল পান করলে ঠান্ডা লাগতে পারে। গলা ব্যথার সমস্যাও হতে পারে। অনেকেরই চা পান করার সঙ্গে সঙ্গে জল খেলে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা শুরু হয়। এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। চা খাওয়ার পর জল খেলে দাঁতে পচনের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, দাঁতের হলদে ভাব, সংবেদনশীলতার মতো সমস্যাও হতে পারে। তাই চা পানের সঙ্গে সঙ্গে জল পান না করে, সেটা আধ ঘন্টা পরেই হলেই উত্তম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct