আপনজন ডেস্ক: কানাডার এডমন্টন শহরে দ্বিতীয়বারের মতো মুসলিম হেরিটেজ ডে ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্যার উইনস্টন চার্চিল স্কয়ারে অনুষ্ঠিত এই উৎসবে আট হাজারের বেশি লোক অংশ নেয়। মূলত আন্তর্ধর্মীয় সম্পর্ক জোরদার ও ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করতেই দিবসটি উদযাপন করা হয়। তাই সব ধর্মের শিশু-কিশোর, বৃদ্ধ-প্রবীণ ও নারী-পুরুষ তাতে অংশ নিতে পারে। এ ছাড়া আরব, তুর্কি ও পাকিস্তানি মালিকানাধীন রেস্তোরাঁয় খাবারের স্বাদ গ্রহণের সুযোগ পায়। মুসলিম হেরিটেজ ডে ফেস্টিভালের সদস্য ফাওয়াজ হামিদ বলেন, ‘মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ও নেতিবাচক মনোভাব রয়েছে। তা দূর করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। এর মধ্যে মুসলিম ঐতিহ্যের উৎসব উদযাপন অন্যতম।এ ধরনের উৎসবের মাধ্যমে মানুষ পরস্পর সম্পর্কে জানার সুযোগ পায়। এখানে এসে সবাই আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। তখন তাদের এই বিশ্বাস তৈরি হয় যে তারা এতটা খারাপ নয়, যতটা আমরা মনে করি।’তিনি আরো বলেন, বিভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্মের মৌলিক বিষয় সম্পর্কে জানে।যেমন—রমজান মাসের রোজা এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে তাদের ধারণা রয়েছে। একজন নিয়োগকর্তার জন্য এসব বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ; যেন তাঁরা তাঁদের মুসলিম কর্মীদের ধর্মীয় দায়িত্ব পালনের সময় নিশ্চিত করতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct