আপনজন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যোলয়ে ছাত্র মৃত্যু নিয়ে যখন রাজ্য তোলপাড় তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করে ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে সৃষ্টি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাতে আচার্য সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেন গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে। এরপরই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার অসেন্তাষ প্রকাশ করেন। বেশ কিছুদিন ধরে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপালের সঙ্গে বিবাদ চলছে। এবার তাতে যোগ হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি। রাজ্য সরকারের বক্তব্য, রাজ্যপাল যে পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, তা বৈধ নয়। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই উপাচার্য নিয়োগে এককভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই রাজ্যপালের ভূমিকার বিরুদ্ধে অবশেষে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি হওয়ার কথা। সেখানেই যাদবপুর নিয়ে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করতে পারে রাজ্য।এদিন যাদবপুর নিয়ে দু’টি মামলার শুনানির সম্ভাবনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct