আপনজন ডেস্ক: ২৫ দিন পর কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। কালো রংয়ের টি-শার্ট ও ডেনিম জিন্স পরে কন্যা আজানিয়ার হাত ধরে বিমানবন্দর থেকে তাঁকে বেরতে দেখা যায়। বিমানবন্দর থেকে সোজা কালীঘাটের বাড়িতে যান তিনি। ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য দুবাই মারফত আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন নিজের কন্যার হাত ধরে গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যাদবপুরের ঘটনা প্রসঙ্গে কিন্তু তিনি কোন প্রশ্নের উত্তর দেননি। কলকাতা বিমানবন্দর ছাড়ার আগে নিজের কালো রঙের গাড়ির জানালার কাঁচ নামিয়ে রেখে হাসিমুখে নমস্কার জানিয়ে বাড়ি ফিরেছেন অভিষেক। এদিন সন্ধ্যায় যাদবপুর প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। দ্রুত গাড়িতে ওঠেন অভিষেক। আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা হয়েছে গত ৮ অগস্ট। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। ছ’মাস পরে আবার তাকে চোখ পরীক্ষা করানোর জন্য ওই হাসপাতালে যেতে হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct