আপনজন ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ইউজিসি-র কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তা সন্তোষজনক নয়। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই ঘটনার জন্য “দায় এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ব়্যাগিং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ব়্যাগিংয়ের ঘটনা মোকাবেলার জন্য একটি পৃথক সেল এবং যোগাযোগের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এসব পরামর্শ বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে জবাব চেয়েছে। ইউজিসি বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে এবং আমরাও বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। কমিশনের কাছে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট সন্তোষজনক নয় বলে কলকাতায় এক অনুষ্ঠানের ফাঁকে কেন্দ্রীয় মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের কোনো স্থান নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক কর্মকর্তা বলেন, কী করা হয়েছে ও কী করা যেতে পারে সে বিষয়ে নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে থাকা প্রশ্নের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৬৭ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছে, যেখানে স্নাতক স্তরের ওই ছাত্রর বিরুদ্ধে ব়্যাগিং ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট ছাত্রাবাসের দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে ১৭ বছর বয়সী ওই ছাত্রের মৃত্যু হয়। তার পরিবারের অভিযোগ, তিনি ব়্যাগিংয়ের শিকার হয়েছেন। অন্যদিকে একযোগে রাজ্য এবং কেন্দ্রকে নিশানা করেছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ইউজিসি কেন্দ্রীয় সরকারের অধীনে। এখানে রাজ্য-কেন্দ্র সকলকে মাথা ঘামাতে হবে। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। এখানে বিজেপি তৃণমূল রাজনীতি শুরু করেছে। পশ্চিমবঙ্গে একটা ফাইভস্টার বিশ্ববিদ্যালয় ছিল। সেটাও উঠে যাবে আগামীদিনে। সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটল? তা জানতে চাই। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে না চাপিয়ে কেন অপরাধীদের গ্রেফতার করা হল না।উল্লেখ্য, যাদবপুর কাণ্ডে রবিবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ। এর আগেই ছাত্র মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জন ছাত্রকে গ্রেফতার হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct