আপনজন ডেস্ক: কয়েক বছর আগে এক হিন্দু মহিলার সঙ্গে পুত্রের পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে শুক্রবার উত্তর প্রদেশের সীতাপুরে আব্বাস ও কামরুল নিশা নামে এক মধ্যবয়সি মুসলিম দম্পতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওই দম্পতির উপর গ্রামের বাসিন্দা ওই বিবাহিত মহিলার পরিবারের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ মহিলার ভাই, ভগ্নিপতি এবং এক পারিবারিক বন্ধুকে গ্রেপ্তার করেছে এবং তার বাবা-মাকে খুঁজছে। সীতাপুরের পুলিশ সুপার (এসপি) চক্রেশ মিশ্র বলেন, আমরা খবর পেয়েছি যে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে এবং দু’জন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে প্রায় ৫০ বছর বয়সি এক দম্পতিকে হত্যা করা হয়েছে। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, লোহার রড দিয়ে ওই দম্পতিকে আক্রমণ করা হয়েছিল। এতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, আমরা ময়নাতদন্ত করছি। ভিলাগে একটি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তঃধর্মীয় দম্পতি, যার অবস্থান পুলিশ প্রকাশ করেনি, তারা সুরক্ষায় রয়েছে বলে জানা গেছে। ২০২০ সালে এই দম্পতি যখন পালিয়ে যান, তখন ওই মহিলা নাবালিকা ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের ধারায় মামলা দায়ের করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্র জানিয়েছে, ওই মহিলার বয়স যখন ১৮ বছর, তখন তারা আবার পালিয়ে যায় এবং তিনি আদালতে জবানবন্দি দেন তিনি নিজের ইচ্ছায় তার পরিবার ছেড়ে চলে যাচ্ছেন। মৃত দম্পতির ২৮ বছর বয়সি ছেলের বিরুদ্ধে ২০২০ সালে একটি নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। মেয়েটির পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে মামলাটি দায়ের করা হয়। পরে তিনি গ্রেপ্তার হন এবং ১৩ মাস কারাগারে কাটান। কিন্তু কয়েক মাস আগে মেয়েটির বয়স ১৮ বছর পার হয়ে যাওয়ায় প্রাপ্তবয়স্ক হয়ে যান এবং দু’জন আবার পালিয়ে যান। এছাড়া আরেকটি মামলা দায়ের করা হয়েছিল এবং তাদের খুঁজে পাওয়া গিয়েছিল, তবে এবার মেয়েটি তার সঙ্গীর পক্ষে আদালতে জবানবন্দি দিয়েছে। প্রায় দুই মাস আগে ওই ব্যক্তিকে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয় ও কয়েকদিন আগে জামিনে মুক্তি দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct