এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো ৷ ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ গোবরডাঙ্গা এলাকার ২৮৫ জন ছাত্র-ছাত্রীর হাতে পৌরসভার পক্ষ থেকে স্মারক, পুস্তক, ফুল, মিষ্টি সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ৷ মাধ্যমিক আইসিএসসি বোর্ডে সর্বভারতীয় স্তরে পঞ্চম স্থান অধিকারী গোবরডাঙ্গার বাসিন্দা অগ্নিভ গাঙ্গুলী, উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গে চতুর্থ স্থান অধিকারী গোবরডাঙ্গার বাসিন্দা প্রেরণা পালকে বিশেষভাবে সংবর্ধিত করে গোবরডাঙ্গা পৌরসভা ৷ সংশ্লিষ্ট বিষয়ে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান সংকর দত্ত জানান, ‘ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ ৷’ তিনি বলেন, ‘আমাদের ঘরের ছেলেমেয়েদের অনেক মেধা রয়েছে, অনেক সম্ভাবনা রয়েছে, আর তা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিন গোবরডাঙ্গার নাম উজ্জ্বল করবে ৷ আজ যারা সংবর্ধিত হলো এরা গোবরডাঙ্গার গর্ব ৷’ এ দিন, সিভিল সার্ভিসে সফল হওয়ার স্বপ্ন নিয়ে ছাত্র-ছাত্রীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে, উত্তরণের পথ দেখাতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন হাবড়ার এসডিপিও রোহিত শেখ ৷ বক্তব্য রাখেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম পাল, গোবরডাঙ্গা হিন্দু কলেজের অধ্যক্ষ হরে কৃষ্ণ মন্ডল, বিশিষ্ট সাংবাদিক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব আশীষ চট্টোপাধ্যায় প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct