সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: বিগত বৎসরের ন্যায় চলতি বৎসরেও জয়পুরের খালনা গ্রাম পঞ্চায়েত এর হিওপ গ্রামের বাঁধ বরাবর মেরিনার্স এরিনার পক্ষ থেকে বাঁধের ধার বরাবর ২কি.মি এলাকা জুড়ে তাল গাছের প্রায় ৬০০টি বীজ রোপণ করা হল। প্রায় ২মাস ধরে গ্রামের মানুষদের থেকে তালের বীজ সংগ্রহ করে কয়েক জন স্কুল পড়ুয়া নাদিম,দীপ,সাগর,ঋষভ,জিৎ,শুভ্রদীপ,সুদীপ্ত, অতনু এবং কয়েক জন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে চলতি বৎসরে গাছের বীজ রোপণ করা হয়। মেরিনার্স এরিনার পক্ষ থেকে দেবরাজ আড়ু জানান, চিরাচরিত মেহগিনি,শিশু আকাশমনি না বসিয়ে যদি দেশীয় ফলের গাছ বসানো যায় তাহলে পশু পাখি সহ সমস্ত জীবকূল উপকৃত হবে। তাই আমরা তাল,খেজুর,বট, আসুত, পাকুড়, আম, জাম গাছ রোপণের উপর বেশি জোর দিচ্ছি। মানুষকে গাছ দত্তক নেওয়ার আহ্বানও জানানো হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct