আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন। আজকে শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেগিং এর ঘটনার প্রতিবাদে এস এফ আই এর পোস্টার পড়লো। এই পোস্টার কে ঘিরে ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্বপ্নরা বেঁচে থাক স্বপ্ন নিয়ে ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে আবার কোথাও লেখা ক্যাম্পাসে ক্যাম্পাসে এসএফআইয়ের উপর হামলাকারি তৃণমূল ছাত্র পরিষদে গুন্ডারাজ বন্ধ হোক।। এই ধরনের বিভিন্ন লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় পোস্টার দেখা গেল। এসএফআই ছাত্রনেতা সোমনাথ সৌ জানান স্বপ্নদ্বীপের মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং দোষীদের কঠোরতম শাস্তি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct