আপনজন ডেস্ক: করোনা মহামারির কারণে দুনিয়াব্যাপী মানুষ অফিস ছেড়ে বাড়িতে বসে গিয়েছিলেন। তাদের বাড়ি থেকেই বসে অফিসের কাজ করতে হয়েছে। দীর্ঘ সময় অফিসের কাজ বাড়ি থেকে করার পর এখন বহু মানুষকে বাড়ি ছেড়ে সশরীরে কর্মস্থলে ফিরতে হয়েছে। কেউ কেউ বাড়িতে বসে কাজ করার ব্যাপারে মত পোষণ করেছেন।সে তালিকায় মহিলাদের সংখ্যা বেশি। তবে বিশ্বের বেশিরভাগ পুরুষেরা কিন্তু এ নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। তারা বাড়িতে নয়, স্বশরীরে অফিসে গিয়ে কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাদের মতে, বাড়িতে স্ত্রীর থেকে একটু দূরে থাকতে অফিস ভালো জায়গা। ইংল্যান্ডের শেয়ারে অফিস স্পেস সরবরাহকারী কোম্পানি রানওয়ে ইস্ট পরিচালিত এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। মহিলাও পুরুষের অফিসের যাওয়ার প্রবণতা ও কারণ নিয়ে জরিপটি চালানো হয়। খানিকটা সময় স্ত্রী কিংবা পরিবারের কাছ থেকে দূরে থাকতে অফিসে যাওয়াকে প্রাধান্য দিচ্ছেন বিশ্বের বেশিরভাগ পুরুষ। সমীক্ষায় দেখা গেছে, যারা অফিসে যাওয়ার অপশন বেছে নিয়েছেন তাঁদের মধ্যে পুরুষের সংখ্যা দ্বিগুণ। এ ব্যাপারে রানওয়ে ইস্ট'র প্রধান নির্বাহী জানিয়েছেন, যারা অফিসে যেতে চান না, তারা আসলে যাতায়াতের বিষয়টি পছন্দ করেন না।কিংবা তাদের কাছে অফিসের পরিবেশ ভালো নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct