আপনজন ডেস্ক: ফাইনাল খেলার আশা নিয়ে অনূর্ধ্ব-২১ খেলতে গিয়েছিল ফ্রান্স। কিন্তু ইউক্রেনের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে ফ্রান্সের পথচলা। যুব ইউরোতে এমন ব্যর্থতার পর বরখাস্ত হতে হয় দলটির কোচ সিলভেইন রিপোলকে। তাঁর জায়গায় ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের কোচ হতে যাচ্ছেন থিয়েরি অঁরি।লেকিপের খবর অনুযায়ী, আগামী সোমবার অঁরিকে যুব দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেবে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার যাঁর জায়গা নিচ্ছেন, সেই রিপোল ২০১৭ সাল থেকে ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের কোচ ছিলেন।ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন। এঁদের মধ্যে সাবরি লামোচি, জোসেলিন গুরভেঞ্চে ও ইউলিয়েন স্তেফানই এগিয়ে ছিলেন। অনেকেই মনে করেছিলেন, এ তিনজনেরে একজনই হতে পারেন ফ্রান্সের যুব দলের কোচ।কিন্তু সবাইকে বিস্মিত করে ফ্রান্সের ফুটবল ফেডারেশন অঁরির কাঁধেই দেশটির যুব ফুটবলারদের দায়িত্ব দিচ্ছে। এ নিয়ে অনেকেই অবশ্য অন্য রকম কথা বলছেন। ২০১৪ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেওয়া অঁরির যে প্রধান কোচ হিসেবে খুব বেশি অভিজ্ঞতা নেই।অঁরি কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে, বেলজিয়ামের সহকারী কোচ হিসেবে। সেখানে দুই বছর কাটানোর পর তিনি এক মৌসুমের জন্য ছিলেন মোনাকোর প্রধান কোচ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct