আপনজন ডেস্ক: আর মাত্র ২৪ টি সেঞ্চুরি! মাত্র? হ্যাঁ, যিনি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৬টি সেঞ্চুরি করেছেন, তাঁর জন্য ২৪ সংখ্যাটার আগে মাত্র যোগ করার বিলাসিতা বোধ হয় দেখানোই যায়। তো এই ২৪ সেঞ্চুরি করলে কী হবে! বিরাট কোহলি এই কটি সেঞ্চুরি করলে ছুঁয়ে ফেলবেন শচীন টেন্ডুলকারের সেই অবিশ্বাস্য এক শ সেঞ্চুরির রেকর্ড। কোহলি কি আরও ২৪টি সেঞ্চুরি করতে পারবেন? কারণ, কোহলিরও তো বয়স হচ্ছে। ৩৪ বছর বয়সী কোহলি আর কত দিনই–বা খেলবেন? ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’–খ্যাত পেসার শোয়েব আখতারের মতে, শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করার ক্ষমতা আছে কোহলির। তবে সে জন্য তাঁকে শুধু মনোযোগ দিতে হবে টেস্ট ক্রিকেটে। শোয়েবের এমন মতামত আবার পছন্দ হয়নি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভের সঙ্গে অধিনায়ক কোহলির যত মনোমালিন্যই থাকুক না কেন, সৌরভ এবার কোহলির পক্ষেই কথা বলেছেন। সাবেক ভারত অধিনায়কের মতে, কোহলি যত দিন খুশি খেলে যেতে পারেন। শোয়েব ইউটিউবে ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ অনুষ্ঠানে বলেছেন, ‘আমার মনে হয় না, বিশ্বকাপের পর কোহলির ওয়ানডে খেলা উচিত। যদি টি-টোয়েন্টির দিকে তাকান, এই সংস্করণের জন্যও কোহলির অনেক পরিশ্রম করতে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct