আপনজন ডেস্ক: পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৯ আগস্ট) ইসলামাবাদের নিজ বাসা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে বলে পিটিআই দাবি করেছে।দলটির দাবি, দলের পক্ষে একটি সংবাদ সম্মেলন করেছিলেন কুরেশি। সেখান থেকে বাড়ি ফেরার পর তাকে পুলিশ গ্রেফতার করে।সংবাদ সম্মেলনটি ছিল আদালতে যাওয়া নিয়ে তার ঘোষণার ব্যাপারে। কুরেশি জানিয়েছিলেন, জাতীয় নির্বাচন বিলম্বের বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক নাম টুইটার) দেওয়া এক বিবৃতিতে পিটিআই বলেছে, ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেফতারে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ইসলামাবাদের বাড়িতে অভিযান চালায়। ফের এ রাজনৈতিককে অবৈধভাবে গ্রেফতার করা হলো।জ্যেষ্ঠ নেতার গ্রেফতারের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন পিটিআই’র সাধারণ সম্পাদক ওমর আইয়ুব। তিনি বলেন, আমরা আশা করছিলাম ফ্যাসিবাদী সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে এবং বে-আইনি রাজত্বের সমাপ্তি হবে। কিন্তু দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার তাদের পূর্বসূরি ফ্যাসিবাদী সরকারের রেকর্ড ভাঙতে চায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct