আপনজন ডেস্ক: পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ। এ বিষয়ে মুসলিম বিশ্বের নেতাদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন তিনি। এছাড়া ইউক্রেন যুদ্ধ শেষ হলে পবিত্র কুরআন পোড়ানোর অপরাধীদের মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছেন কাদিরভ। টেলিগ্রামে দেওয়া বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে কাদিরভ জানিয়েছেন, ইউরোপে ইসলামের পবিত্র গ্রন্থের ধারাবাহিক অবমাননা মুসলিম বিশ্বের জন্য একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। পরিস্থিতি অত্যন্ত জটিল করে তুলেছে। বিশ্বের মুসলিম নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সময়ে মুসলিম দেশগুলোর নেতারা কোথায়? কেন তারা আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে প্রকাশ্যে অপমান করতে দিচ্ছে এবং মুসলিম ও ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না? তারা কি সত্যিই আল্লাহর ক্রোধের চেয়ে প্রতিক্রিয়া এবং আমেরিকান ও ইউরোপীয় নিষেধাজ্ঞাকে বেশি ভয় পায়?’’ রাশিয়ার প্রশংসা করে রমজান কাদিরভ বলেন, বর্তমানে রাশিয়া ইউক্রেনে ‘আমাদের পবিত্র মূল্যবোধের জন্য’ লড়াই করছে। পশ্চিমা ‘আক্রমনাত্মক ঔপনিবেশিক নীতির’ বিরুদ্ধে একাই দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের পর তিনি ইসলাম ও পবিত্র কুরআনের অবমাননাকারীদের মোকাবেলা করবেন বলে জানিয়েছেন কাদিরভ। তিনি বলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। আমরা যখন ইউক্রেনের লড়াই শেষ করবো, তখন সেই সব দেশে যাব যারা কুরআনকে অপবিত্র করেছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct