আপনজন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সাদা ট্রাউজার্স ও টি-শার্টে নেইমার, কাঁধে ঝোলানো আল হিলালের স্কার্ফ। গলায় যিশুর ক্রশসূচক হীরাখচিত চেন। হাসতে হাসতে বিমানবন্দরের একটি গেট দিয়ে ঢুকলেন। ফুল দিয়ে তাঁকে বরণ করে নিলেন আল হিলালের কর্মকর্তারা। সংবাদমাধ্যমের লোকজন ছবি তুললেন। শুক্রবার সৌদি আরবের রিয়াদে নেইমার পা রাখার পর তাঁকে এভাবে বরণ করে নেওয়া হয়। তবে আসল অনুষ্ঠান এখনো বাকি। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে আল হিলাল। রক তারকাকে যেভাবে অর্ভথ্যনা জানানো হয়, নেইমারকে নাকি সেভাবে বরণ করে নেবে সৌদি ক্লাবটি। আল হিলালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘সাম্বা ড্যান্সারের (নেইমার) সঙ্গে মানানসই, এমন বড় পার্টির আয়োজন করব আমরা।’ তবে আলোচনা চলছে নেইমার যে উড়োজাহাজে প্যারিস থেকে সৌদি আরবে গেছেন, সেই উড়োজাহাজ নিয়ে। সংবাদমাধ্যম জানিয়েছে, এটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজগুলোর একটি, যার মালিক প্রিন্স আলওয়ালেদ বিন তালাল। সৌদি এই বিলিয়নিয়ার ব্যবসায়ী দেশটির প্রথম বাদশাহ আবদুল আজিজের নাতি। বিশ্বখ্যাত সাময়িকী টাইম তাঁকে ‘আরবের ওয়ারেন বাফেট’ তকমা দিয়েছিল। উড়োজাহাজটি বোয়িং ৭৪৭ মডেলের। উড়োজাহাজভিত্তিক ওয়েবসাইট অ্যারোফ্লাপ জানিয়েছে, বোয়িং ৭৪৭ মডেলের মধ্যে এটি সবচেয়ে বিলাসবহুল। দাম প্রায় ২০ কোটি ১১ লাখ ৯৫ হাজার ডলার। তবে দাম নিয়ে মতভেদ আছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কার দাবি, এই উড়োজাহাজের দাম ৫০ কোটি ইউরোর কম হবে না। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলিয়ান মুদ্রায় এই উড়োজাহাজের দাম প্রায় ১ বিলিয়ন রিয়েল এবং ব্যক্তিগত উড়োজাহাজের মধ্যে এটি অভ্যন্তরীণ অবকাঠামোগত দিক থেকে সবচেয়ে বড়। ভেতরে ২টি ফ্লোর মিলিয়ে প্রায় ৪০০ যাত্রী বহন করতে পারে এই উড়োজাহাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct