আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে আরএসএস-বিজেপি দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর মূল অংশে তাদের নিজস্ব লোকদের রাখছে এবং এমনকি মন্ত্রীদেরও তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নিতে আরএসএসের লোকদের সাথে কাজ করতে হয়। শুক্রবার লেহ-এ এক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী এই দাবি করেন। ভারতের স্বাধীনতার ভিত্তি হল সংবিধান। সংবিধান হল নিয়মের একটি সেট এবং আপনি সংবিধানের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে এমন সংস্থা গুলি স্থাপন করে সংবিধানকে কার্যকর করেন - লোকসভা, রাজ্যসভা, পরিকল্পনা কমিশন, বাহিনী, এই সমস্ত উপাদান। বিজেপি-আরএসএস যা করছে, তা হল প্রাতিষ্ঠানিক কাঠামোর মূল অংশে নিজেদের লোকদের বসিয়ে দেওয়া। এ নিয়ে রাহুল বলেন, উদাহরণস্বরূপ, আপনি যদি কেন্দ্রের মন্ত্রীদের কাছে যান এবং তাদের জিজ্ঞাসা করেন আপনি কি আসলেই আপনার মন্ত্রকের সিদ্ধান্ত নিচ্ছেন’? তারা আপনাকে বলবে যে আরএসএসের একজন ভদ্রলোক আছেন যার সাথে আমাদের মন্ত্রণালয়ে কী হবে তা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে।রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এক টিভি চ্যানেলকে বলেন, তার অভিযোগ হাস্যকর এবং মন্ত্রীরা যে মন্ত্রকে কাজ করেন সেখানে আরএসএসের কোনও ব্যক্তি নেই। শনিবার রাহুল গান্ধী মোটর সাইকেলে করে লাদাখের প্যাংগং সো লেকের উদ্দেশ্যে যাত্রা করেন। সাইকেল চালানোর সরঞ্জাম পরিহিত রাহুল গান্ধীর সঙ্গে মোটরসাইকেলে করে লেকের দিকে যাওয়ার ছবি প্রকাশ করেছে দলটি। প্যাংগং হ্রদে যাওয়ার পথে, রাহুল গান্ধী বলেন, ‘আমার বাবা বলতেন, এটি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি।’ মোটরসাইকেলে তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাহুল গান্ধী। উল্লেখ্য, রাহুল গান্ধী কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ সফরে রয়েছেন এবং আগামী সপ্তাহে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct