আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের আগ্রা জেলা বিচারকের আদালতে একজন আবেদনকারী দাবি করে যে আগ্রা জামে মসজিদের ধাপের নীচে সমাহিত ভগবান কৃষ্ণের মূর্তি অপসারণের।সেই দাবিতে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়েছে। এখন একজন আবেদনকারী আদালতে একটি আবেদন করেছেন জামে মসজিদের সমীক্ষা করার জন্য। এএসআই দলকে সমীক্ষা করার দাবি করেছেন তারা। আগামী ২৫ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, শুক্রবার আগ্রা আদালতে ‘শ্রী কৃষ্ণ জন্মভূমি সুরক্ষিত পরিষেবা ট্রাস্ট’-এর তরফে একটি নতুন আবেদন করা হয়েছিল। এটি জামে মসজিদ আগ্রার একটি সমীক্ষা চালানোর জন্য এ এস আই প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি করেছে। কৃষ্ণ জন্মভূমি সুরক্ষিত পরিষেবা ট্রাস্টের কথাকার দেবকী নন্দন ঠাকুর দাবি করেছেন যে মথুরার কেশবদেব মন্দিরের মূর্তিগুলি আগ্রার আরা বেগম জামে মসজিদের সিঁড়ির নীচে সমাহিত করা হয়েছে। এ বিষয়ে বাদীর আইনজীবী বিনোদ শুক্লা বলেন, আমরা আদালতে এএসআইয়ের সমীক্ষা করে এএসআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির আবেদন করেছি। এর পাশাপাশি একজন আইনজীবী জুনায়েদ এরশাদীও আবেদন করেছেন এবং মামলায় নিজেকে পক্ষ করার দাবি জানিয়েছেন। আদালত উভয় মামলার শুনানির জন্য ২৫ আগস্ট তারিখ নির্ধারণ করেছে। এদিকে কথাকার দেবকী নন্দন ঠাকুর বনাম জামা মসজিদ মামলায় শুক্রবার এগিয়ে আসে আরেকটি পক্ষ। আদালতে আবেদন জমা দেওয়ার সময় অ্যাডভোকেট জুনায়েদ এরশাদী বলেন, এ মামলায় তাকেও পক্ষ করা হোক। তিনি বলেন, আমার কাছে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রমাণও রয়েছে। ইতিহাসবিদ রাজ কিশোর রাজে বলেছেন, মুঘল সম্রাট শাহজাহানের ১৪টি সন্তান ছিল যার মধ্যে ছিলেন মেহরুল নাসা বেগম, জাহান আরা, দারা শিকোহ, শাহ সুজা, রওশন আরা, আওরঙ্গজেব, উমাইদ বখশ, সোরায়া বানো বেগম, মুরাদ লুৎফুল্লাহ, দৌলত আফজা এবং গোহরা বেগম। শাহজাহানের প্রিয় কন্যা ছিলেন জাহান আরা। জাহান আরা ১৬৪৩ থেকে ১৬৪৮ সালের মধ্যে তাঁর ওয়াজিফার অর্থ দিয়ে জামে মসজিদ নির্মাণ করেন। মসজিদটি ২৭১ ফুট লম্বা এবং ২৭০ ফুট চওড়া। এটি নির্মাণে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়। জামে মসজিদে একসঙ্গে ১০ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। হিন্দু পক্ষ দাবি করে, ‘ষোড়শ শতাব্দীর সপ্তম দশকে, মুঘল সম্রাট আওরঙ্গজেব মথুরার কেশবদেব মন্দির ভেঙে দিয়েছিলেন।’ কেশু দেব মন্দিরের মূর্তি ও অন্যান্য জিনিসপত্র আগ্রায় আনা হয় এবং এই মূর্তি ও অন্যান্য জিনিসপত্র জামে মসজিদের সিঁড়ির নিচে চাপা পড়ে। সেগুলি অপসারণের দাবি জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct