অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ১৫ আগস্ট নয়, ১৮ আগষ্ট স্বাধীন ভারতবর্ষর অন্তর্ভুক্ত হয়েছিল বালুরঘাট। ১৯৪৭ সালের ১৭ আগষ্ট মধ্য রাত্রী পর্যন্ত এই এলাকাটি পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্ভূক্ত ছিলো। সীমানা জটিলতায় পরতে হয়েছিলো বালুরঘাটকে। সেকারণে প্রতিবার ১৮ আগষ্ট এই এলাকার মানুষের কাছে যথেষ্ঠ গুরুত্বের। এদিন বেশ কিছু জায়গাতে জাতীয় পতাকা উত্তোলনের করে পালিত হয় স্বাধীনতা দিবস। শুক্রবার বালুরঘাট সাইকেল কমিউনিটির উদ্যোগে এই দিনটিকে স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন করে ইতিহাস বিজরিত এই দিনটিকে স্মরণ করা হয়। এ বিষয়ে বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন তুহিন শুভ্র মন্ডল, অমল বসু বলেন, ভবিষ্যৎ প্রজন্মদের সামনে তুলে ধরা হয় অবিস্মরণীয় ১৮ আগস্টের ঐতিহ্য ও গুরুত্ব। প্রণাম জানানো হয় বীর স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদ দের প্রতি। অডিও স্টোরির মধ্যে দিয়ে তুলে ধরা হয় ঐতিহাসিক ১৮ আগস্টের ঐতিহ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct