রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি রাজ কলেজের উদ্যোগে বৃহস্পতিবার কান্দি রাজ পরিবারের সদস্য তথা পদ্মভূষণ প্রাপ্ত বিজ্ঞানী তথা কান্দি রাজ কলেজ সমিতির সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র সিনহার মৃত্যুতে স্মরণসভার আয়োজন করা হলো। এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক এবং কান্দি শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি কান্দি রাজ কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং পড়ুয়ার। এদিন ডক্টর বিকাশ চন্দ্র সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং ডক্টর বিকাশ চন্দ্র সিনহার সৃতিচারণের মাধ্যমে ডক্টর বিকাশ চন্দ্র সিনহার মৃত্যুতে সরণসভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য কান্দি রাজ পরিবারের অন্যতম উত্তরাধিকারী বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ চন্দ্র সিনহা গত শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর বয়স হয়েছিল ৭৮। পরমাণু গবেষণায় তিনি অদ্বিতীয় কৃতিত্ব অধীকারী। ১৯৪৫ সালে মুর্শিদাবাদের কান্দির রাজ পরিবারে জন্মগ্রহণ করেন বিকাশ চন্দ্র সিংহ। তাঁর বাবার নাম বিমলচন্দ্র সিনহা। বিজ্ঞানীর দাদা অতীশ সিনহা ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকাও পালন করেছিলেন অতীশ সিনহা। তারা মূলত মুর্শিদাবাদের রাজপরিবারের সদস্য ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct