নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: উত্তরবঙ্গের জন্য কমলা ও হলুদ সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,মৌসুমী অক্ষরেখার অবস্থান আবারো একটু উত্তরের দিকে সরে যাবে ।২১ আগষ্ট থেকে মোটামুটি ফুড হিলসের দিকে থাকবে। ফলে ২১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই সময়টা উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে সর্বত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এইসব জেলাতে ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে যে বৃষ্টি হবে তার ইম্প্যাক্টে নদী স্তরের জল বাড়বে কিছু কিছু জায়গায়। ওয়াটার লগইন- র সমস্যা হবে। এছাড়া পাহাড়ে ভূমিধস এবং ল্যান্ড স্লাইড এর সম্ভাবনা থাকছে । বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল আজ থেকে বৃষ্টি কমবে । উনিশ-কুড়ি এবং ২১আগস্ট এই তিন দিন বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জন্য কম থাকবে। ২২ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। একটু বেশি বাড়বে ২৩ এবং ২৪ তারিখ নাগাদ। তাপমাত্রা কোন পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের জন্য। ফলে দিনের বেলায় আদ্রতা জনিত অস্বস্তিকর গরম অনুভব হবে। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টি কমে যাবে কাল পরশু । আরেকটু কমে যাবে বৃষ্টিপাতের মাত্রা। আবার ২২ তারিখ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জন্য। কলকাতার ক্ষেত্রে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানান সঞ্জীব বাবু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct