আপনজন ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে পাসকেল ফেরিয়ার (৫৬) নামে এক কানাডিয়ান নারীকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, ২০২০ সালের সেপ্টেম্বরে ট্রাম্পের উদ্দেশে চিঠি পাঠান পাস্কেল। পরীক্ষা-নিরীক্ষার পর এতে ‘রিসিন’ নামক বিষ শনাক্ত হয়েছে। আদালতে দেওয়া বক্তব্যে পাসকেল বলেন, ‘আমি মর্মাহত যে সফল হতে পারিনি। শান্তিপূর্ণ উপায়ে কাজটি (হত্যা) করার চেষ্টা করেছিলাম।’আত্মপক্ষ সমর্থনে দেয়া দীর্ঘ বক্তৃতায় তিনি বলেন, ‘আমি সন্ত্রাসী নই, আমি একজন অ্যাক্টিভিস্ট।’ এফবিআইয়ের দেয়া তথ্যানুযয়ী, চিঠিতে ট্রাম্পকে একজন ‘কুৎসিত গ্র্যাম্য লোক’ বলে উল্লেখ করেছিলেন পাসকেল। মার্কিন ডিস্ট্রিক্ট জজ ড্যাবনি ফ্রেডরিচ ২২ বছরের কারাদণ্ডের রায়টি দেন। এই সাজা শেষ হওয়ার পর তাকে দেশ ছেড়ে যেতে হবে। এরপর কখনো ফিরে আসলে নজরদারিতে থাকবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct