আপনজন ডেস্ক: ১০ দল নিয়ে বিশ্বকাপ, এর মধ্যে পাঁচ দলই এশিয়ার। খেলাও হবে এশিয়ার মাটিতে। তবে বেশি দল কিংবা চেনা কন্ডিশনের পরও এবারের বিশ্বকাপে মাত্র একটি এশিয়ান দলকে সেমিফাইনালে দেখছেন এবি ডি ভিলিয়ার্স। সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়কের অনুমান, রাউন্ড রবিন লিগ পেরিয়ে সেরা চারে জায়গা করে নেওয়া তিনটি দলই হবে এশিয়ার বাইরের। প্রাক্তন ক্রিকেটাররা এখন পর্যন্ত যেসব ভবিষ্যদ্বাণী করেছেন, তার মধ্যে ডি ভিলিয়ার্সের ভাবনা ব্যতিক্রম। এর আগে ভারতের বীরেন্দ্র শেহবাগ, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এশিয়ার দুটি দল সেমিফাইনালে উঠবে বলে মন্তব্য করেছিলেন। শেবাগ, ম্যাকগ্রা ও গেইলের সঙ্গে ডি ভিলিয়ার্সের ভাবনার মিল দুটি দেশে। তাঁদের সবার মতেই স্বাগতিক ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেমিফাইনালে খেলবে। শেবাগ ও ম্যাকগ্রা অন্য শেষ চারে অন্য দুটি দল হিসেবে দেখছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। আর গেইলের মতে ভারত ও ইংল্যান্ড ছাড়া সেমিফাইনাল খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ডি ভিলিয়ার্সের ধারণা, পাকিস্তান বা গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড কেউই সেমিফাইনালে যাবে না। ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত এই সাবেক ক্রিকেটার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেন নিজের ইউটিউব চ্যানেলের এক প্রশ্নোত্তর ভিডিওতে। স্বাগতিক ভারতকে বিশ্বকাপের ফেবারিট উল্লেখ করে ডি ভিলিয়ার্স বলেন, ‘অবশ্যই ভারতকে রাখতে হবে। আমি তো মনে করি তারা আবারও বিশ্বকাপ জিতবে। এটা একটা রূপকথার বিশ্বকাপ হবে। সেমিফাইনালের ক্ষেত্রে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া—এই বিগ থ্রিকে রাখব আমি।’সেমিফাইনালের আরেক দল হিসেবে ডি ভিলিয়ার্স বাজি ধরছেন নিজের দেশের ওপর, ‘যদিও পাকিস্তানের ভালো সম্ভাবনা আছে, তবু চার নম্বরে আমি দক্ষিণ আফ্রিকাকেই রাখব।’ ডি ভিলিয়ার্স সর্বশেষ বিশ্বকাপ খেলেছেন ২০১৫ সালে, সেবার সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত দেশটির বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যও শেষ চারে ওঠা। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জায়গা নিশ্চিত করে অষ্টম দল হিসেবে, সুপার লিগ থেকে সবার শেষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct