আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টের বারে বারে সাবধানবাণী সত্ত্বেও রাজস্থানের আলওয়ার জেলার বানসুর এলাকার হারসোরা থানার সীমানায় পিটিয়ে হত্যার ঘটনা ফের প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, জনতার ভিড়ের মধ্যে থেকে ৮ থেকে ১০ জন লোক কাঠ কাটতে আসা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের তিন যুবককে মারধর করে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আলওয়ারে মব লিঞ্চিংয়ের ঘটনায় এক যুবকের মৃত্যু হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নরোলে ঘটে যাওয়া এই ঘটনায় ২৭ বছর বয়সী নিহতের পরিচয় পাওয়া গেছে, পুলিশও চারজনকে আটক করেছে। কাঠ কাটার অভিযোগে বিক্ষুব্ধ জনতা লাঠি ও রড দিয়ে তিন যুবককে বেধড়ক মারধর করে। হামলায় গুরুতর আহত যুবক ঘটনাস্থলেই মারা যায়, অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর গত রাতে, ২৭ বছর বয়সী ওয়াসিম এবং তার মামার ছেলে আসিফ এবং আজহারউদ্দিন আলওয়ার জেলার হারসুরা থানা এলাকার নরুল গ্রামে গাছ কাটতে রামপুরে এসেছিলেন। এমন সময় বন বিভাগের একটি গাড়ি টহল দিচ্ছে বলে জানা গেছে। এরপর ওই ব্যক্তিরা একটি পিকআপ গাড়ি নিয়ে হরসোরার দিকে আসার সময় নরুল গ্রামে অধিদফতরের দল তাদের ধাওয়া করে পিকআপ গাড়িটিকে থামায়। এ সময় গ্রামের কিছু লোক পিকআপে বসা লোকজনের ওপর হামলা চালালে ওয়াসিম নিহত হয়। আলওয়ারে মব লিঞ্চিংয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহের জন্য এফএসএল দলকে ডেকেছে। অন্যদিকে, কোতপাতলির এসপি ডাঃ রঞ্জিত শর্মা বিডিএম হাসপাতালে গিয়ে আহতদের কাছ থেকে খবর নেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। নিমরানার এসপি জগুম মীনা জানান, আহত দুজনই চিকিৎসাধীন এবং তদন্ত চলছে। পরিবারের অভিযোগের পর পুলিশ মামলা দায়ের করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct