আপনজন ডেস্ক: বিজ্ঞানীরা নতুন ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। এই ব্যাকটেরিয়ার কারণে ম্যালেরিয়া পরজীবী মশাকে সংক্রমণ করতে বাধা পায়। স্পেনের এক পরীক্ষাগারে অনেকটা বেখেয়ালেই এই ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে। এ ঘটনাকে বিবিসি ‘হুট করে আবিষ্কার’ বলে উল্লেখ করেছে। ম্যালেরিয়ায় বছরে সারা বিশ্বে ছয় লাখের বেশি মানুষ মারা যান। ম্যালেরিয়া প্রতিরোধে নতুন এই ব্যাকটেরিয়া কার্যকর ভূমিকা রাখবে বলে জানাচ্ছে গবেষক দল। ব্যাকটেরিয়া বাস্তবে কতটা কার্যকর, তা নিয়ে এরই মধ্যে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে তারা। স্পেনের একদল গবেষক বেশ কয়েক বছর ধরেই এই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছেন। জিএসকে ফার্মাসিউটিক্যালসের গবেষণাগারে চলছে এই কাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct